কক্সবাজার: টানা ভারী বর্ষণে ঘরবাড়ি পানিতে ডুবে আশ্রয়হীন ৪ পরিবারকে আশ্রয় না দিয়ে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ অমানবিক আচরণের অভিযোগে অভিযুক্ত হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুদ্দীন বলে জানা গেছে।
বিদ্যালয় সংলগ্ন স্থায়ী বাসিন্দা মোহাম্মদ কায়সার (২১) পিতা আবদুল মজিদ অভিযোগ করে বলেন, ১ আগষ্ট (রবিবার) সকালের দিকে ভারী বৃষ্টি শুরু হলে আমরা ৪ পরিবারের লোকজন পার্শ্ববর্তী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ের জন্য যায়। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদেরকে দফতরিকে দিয়ে আশ্রয় দেয়া যাবেনা বলে সাফ জানিয়ে দেয়। এমতাবস্থায় আমরা কোন উপায় না দেখে পানি ভর্তি ঘরে ফিরতে বাধ্য হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে প্রধান শিক্ষক শমশুদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়, বরং শত্রুতামূলকভাবে অভিযোগটি দাঁড় করানো হয়েছে।
প্রবাল/মইম