টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ১৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ২০ লাখ টাকা দাবি করে না পেয়ে ‘বন্দুকযুদ্ধে’ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ওই মামলা হয়। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের জিমনখালী এলাকার নুর বাহার বাদী হয়ে রোববার দুপুরে কক্সবাজার আদালতে এ মামলা করেন। নুর বাহার নিহত মিজানুর রহমানের ভাই।
বাদীর আইনজীবী জুলখার নাইন সাংবাদিকদের বলেন, ফৌজদারি মামলার এজাহারটি আমলে নিয়েছেন আদালত। ওই দিনের ঘটনায় থানায় করা মামলার নথি, নিহত ব্যক্তির ময়নাতদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এই হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে ৪ দফায় টানা ১৫ দিনের রিমান্ড শেষে জেলা কারাগারে পাঠানো হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সাক্ষ্য দিতে গত শনিবার তাঁকে (প্রদীপকে) কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়। সোমবার প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে হাজির করার কথা রয়েছে।