প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যুক্তরাজ্যের কুইন্স বিশ্ববিদ্যালয়ের একাদশ চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। কুইন্স বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে মহিলা হিসেবে তিনিই প্রথম নিযুক্ত হলেন।
এক বিবৃতিতে হিলারি বলেন, কুইন্স বিশ্ববিদ্যালয়েরর চ্যান্সেলর হওয়া নিঃসন্দেহে অত্যন্ত সম্মানের বিষয়।
তিনি পাঁচ বছর মেয়াদে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
হিলারি ক্লিনটন কুইন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর ডক্টর টম মোরানের স্থলাভিষিক্ত হলেন। ডক্টর টম মোরানে গত বছর পরলোকগমন করেন।
উল্লেখ্য, কুইন্স বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ভূমিকা মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা।
চ্যান্সেলরদের মূল দায়িত্বের ভেতরে থাকে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সভাপতিত্ব করা এবং দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে কাজ করা।
এর পাশাপাশি হিলারি ক্লিনটন কুইন্স বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইয়ান গ্রেয়ারের উপদেষ্টা হিসেবেও কাজ করবেন।