কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঘোনা পাড়া নয়া পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে টেকনাক হোয়াইক্যং ইউনিয়নের ঘোনা পাড়া নয়া পাড়া এলাকার আব্দুল জব্বারের বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অধীনস্থ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) যায়েদ হাসানের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ঘোনার পাড়া নয়া পাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. সেলিম (২৯), একই এলাকার মৃত আবু তাহেরের মেয়ে মোছাঃ রুনা আক্তার (২৪) ও নারায়নগঞ্জ জেলার ফতুল্লাহ থানার ভুইঘর মাহমুদপুর এলাকার আব্দুস সেবহান সিকদারের ছেলে মো. আসওয়াদ হোসেন প্রকাশ রনি (২৬)।