কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে মানব পাচারকারী দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদ্যসরা।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উনচিপ্রাং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ২২ নং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-ডি/১ এর বাসিন্দা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা (৪০) এবং ব্লক-বি/২ এর বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে সিরাজুল ইসলাম।

১৬ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নূর জানান, গোয়েন্দা তথ্যে হোয়াইক্যংয়ের উনচিপ্রাং এলাকায় অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে আটকরা মানব পাচারের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এপিবিএন এর এই কর্মকর্তা।