বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে গভীর সমুদ্রে চলমান ফিশিং ট্রলারে দুর্দান্ত অভিযান চালিয়ে ৪ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবার চালান ও ট্রলার উদ্ধার করেছে র্যাব-১৫। এসময় র্যাব ৫ মাদক কারবারীকে গ্রেফতার করে।
সুত্র জানায়, ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাতের প্রথম প্রহরে কক্সবাজার র্যাব-১৫’র একটি আভিযানিক দল সাগর পথে ফিশিং ট্রলারে করে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে গভীর সাগরের কক্সবাজার-মহেশখালী চ্যানেলে অভিযানে চালিয়ে ফিশিং ট্রলারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা,ট্রলার উদ্ধার ও ৫ কারবারিকে আটক করে।
আটককৃতরা হলেন-পটিয়ার গোবিন্দের খিলের মৃত রফিক আহমদের পুত্র রশিদ উল্লাহ (৪২), কর্ণফুলি লক্ষ্যাচরের মৃত কালা মিয়ার পুত্র আমানত করিম (৩৮), কক্সবাজারের ঈদগাও পূর্ব বোয়ালখালীর মৃত ছালেহ আহমদের পুত্র নাসির উদ্দিন (৩৬), ঈদগাও ভিলেজার পাড়ার জহির আলমের পুত্র মোঃ সাইফুল ইসলাম (২০) এবং টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার মৃত মুসলিম মিয়ার পুত্র মোঃ ছৈয়দুর রহমানকে আটক করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের সত্যতা নিশ্চিত করেন।