পড়তে হবে সালাত
শাহরিয়ার মাহমুদ তুহিন
সালাত পড়লে নাজাত পাবে
পরকালে তুমি।
আজান হলে মসজিদে যা-ও
মসজিদ পুণ্য ভূমি।
রবের আদেশ মানলে সবাই
মনে পাবে সুখ,
নামাজ দু’আ না পড়িলে
হবে চরম দুখ।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,
ঝাঁড়তে হবে পাপ।
নেকির পাল্লা ভারি হলে,
পাবে শাস্তি মাফ।
প্রভুর আদেশ পালন করে
চাওগো গুনাহ ক্ষমা,
রোজ হাশরে আসবে কামে
থাকবে সবি জমা।
খোদার হুকুম পালন করলে
জীবন হবে আলো।
নামাজ হলো স্বর্গের চাবি
ঘুমের চেয়ে ভালো।
———–+-+++++++++++++++++++
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার