টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উংচিপ্রাং গ্রামের বাসিন্দা ও টেকনাফ সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের বড় বোন জাহেদা বেগম (৫৩) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে টেকনাফ সাংবাদিক ইউনিটি।
সোমবার টেকনাফ সাংবাদিক ইউনিটি’র সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন এর এক বিবৃতিতে সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং সকল সদস্যের পক্ষে শোক সম্ভ্রান্ত পরিবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
উল্লেখ্য, আজ ৫ ই অক্টোবর সোমবার ৮.৪৫ মিনিটে সাংবাদিক মাহফুজুর রহমানের বড় বোন জাহেদা বেগম (৫৩) নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি…….…. রাজিউন।
মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ক্যান্সার আক্রান্ত সহ নানা ধরনের রোগে ভুগছিলেন।
।