টেকনাফে এক স্বর্ণাকারের বাড়িতে লুটপাটের অপচেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা।
১৭ ফেব্রুয়ারী দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া নামক রাখাইন পল্লীতে এ ঘটনা ঘটে।
পরিবার সুত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে রাখাইন পল্লীর অস্থায়ী বাসিন্দা সুবল ধরের পুত্র স্বর্ণাকার অজিত ধরের বাড়িতে আকস্মিক ঘেরা-বেড়া ভাঙ্গার আওয়াজ শুনতে পান বাড়িতে থাকা সদস্যরা। বিষয়টি আমলে নিতে না নিতেই আকস্মিক লুটপাটের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে অবহিত করে অজিত ধরের পরিবার। খবর পেয়ে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানান।
পরে ঘটনাস্থলে এসে দুর্বৃত্তদের ধাওয়া করে সমুহ লুটপাট রুখে দেন সাহসী চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
স্বর্ণাকার অজিত ধরের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তার পরিবার।
এব্যাপারে চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকার আহবান জানান।