আন্তর্জাতিক ডেস্ক: শনিবার গিলগিট-বালিস্তানের রাজনৈতিক নেতা ও সমাজকর্মী সাজ্জাদ রাজা ১৯৪৭ সালের ২২ অক্টোবর জম্মু ও কাশ্মিরে পাকিস্তানী হামলাকে “প্রতিরোধ দিবস” হিসাবে স্মরণ করা উচিত বলে আখ্যায়িত করেন। তিনি তার টুইটার পোস্টে বলেন, পাকিস্তান তার সেনাবাহিনী এই অঞ্চল থেকে বের করে না নেয়া পর্যন্ত প্রতিরোধ চলবে।
তিনি পোস্টে লেখেন, “২২ অক্টোবরকে আমরা ‘প্রতিরোধ দিবস’ হিসাবে স্মরণ করবো। ১৯৪৭ সালের ২২ অক্টোবর পাকিস্তান জম্মু ও কাশ্মিরের ওপর হামলা করেছিল এবং এটিকে বিভাজন করে ফেলেছিল। যতদিন পর্যন্ত না পাকিস্তান আমাদের অঞ্চল থেকে তাদের সেনাবহিনী ও নাগরিকদের বের করে নেয় ততদিন আমাদের এই প্রতিরোধ চলবে। পাকিস্তানী দখলদারদের প্রতি ‘এ বিগ নো’।”
ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিস(ইএফএসএএস) সম্প্রতি তাদের ভাষ্যে ১৯৪৭ সালের ২২ অক্টোবর জম্মু ও কাশ্মিরের ইতিহাসে “কালোতম” দিবস হিসেবে আখ্যায়িত করে।
তারা বলেন, “এই সময়ে এসে জম্মু ও কাশ্মীরের জনগণ সত্যিকারর্থে অনুধাবন করতে পারছে যে, পাকিস্তান এখনো তার একই নীতি বিশ্বাস করে এবং ১৯৪৭ সালে যে পথ তারা গ্রহন করেছিল সেটাই আজও অনুসরণ করে চলেছে। এটাজম্মু ও কাশ্মিরের জনগণের স্বার্থ ও কল্যাণে কতোটা ক্ষতিকারক তাদের কাছে সেটার কোন গ্রহণযোগ্যতা নেই নয়।”